ঈশ্বরদী থানা পুলিশের তৎপরতায় শুক্রবার ভোরে মোস্ট ওয়ান্টেড কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার হয়।
দীর্ঘ দিনের পলাতক কুখ্যাত এসব মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ২০০ পিসের বেশি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- পৌর এলাকার রফিকুলের ছেলে অন্তর (২২)। তিনি কুষ্টিয়া, রাজশাহী ও পাবনা জেলার ইয়াবা ব্যবসা সিন্ডিকেটের সক্রিয় সদস্য; মহিলা কলেজের পিছনের বাসিন্দা বিরেনের ছেলে মাদক ব্যবসায়ী ও মোটরসাইকেল চুরি সিন্ডিকেটের প্রধান মিলন; ঈশ্বরদী চক্ষু হাসপাতালের পিছনের বাসিন্দা রেজাউলের স্ত্রী একাধিক মাদক মামলার আসামি ও মাদক ব্যবসায়ী পুষ্প এবং একই এলাকার মৃত হারুনর রশিদের ছেলে মাদক ব্যবসায়ী রেজাউল।
আলাউদ্দিন আহমেদ/এফএ/এমএস