গাজীপুরে একটি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালককে কুপিয়েছে দুর্বৃত্তরা। আহত সোলায়মান (৩৫) হাড়িনাল উত্তরপাড়া হানকাটা এলাকার মৃত আকাম উদ্দিনের ছেলে। গুরুত্বর আহত অবস্থায় তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের হাড়িনাল উত্তরপাড়া হানকাটা এলাকায় এ ঘটনা ঘটে। আহত সোলায়মান গাজীপুর শহরের কেয়া ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক।
সোলায়মানের চাচা ইয়াজ উদ্দিন জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে সোলায়মান হাড়িনাল উত্তরপাড়ার হানকাটা এলাকায় বাড়ির দিকে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে উপর্যুপুরি কোপাতে থাকে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমিনুল ইসলাম/এফএ/এমএস