ক্যাম্পাস

অবশেষে খুলছে বেরোবির ক্যাফেটেরিয়া

নির্মাণকাজ শুরু হওয়ার ৭ বছর পর আজ বুধবার উদ্বোধন করা হবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ক্যাফেটেরিয়া। অবশেষে পূরণ হতে যাচ্ছে শিক্ষার্থীদের বহু প্রতীক্ষিত ক্যাফেটেরিয়ার দাবি।

বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ আনুষ্ঠানিকভাবে ক্যাফেটেরিয়া উদ্বোধন করবেন। ২০১১ সালে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার পর থেকেই ক্যাফেটেরিয়া চালুর জন্য আন্দোলন করে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রগতিশীল ছাত্র সংগঠনের কর্মীরা।

সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের প্রথম ধাপে ২০০৯-১২ নেওয়া ১৬টি প্রকল্পের মধ্যে ছিল দ্বিতল ভবন বিশিষ্ট কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াটি। এজন্য ২০১০ সালে দুই কোটি ৯ লাখ টাকা ব্যয়ে চারতলা ভিত্তি দিয়ে দ্বিতল ভবন নির্মাণ কাজ শুরু হয়। যার নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ২০১২ সালের মধ্যে। কিন্তু তা শেষ হয় ২০১৩ সালের দিকে।

শিক্ষার্থীদের দাবির মুখে সাবেক উপাচার্য একাধিকবার ক্যাফেটেরিয়া চালুর জন্য কমিটি গঠন করেন। তবে তার চার বছর মেয়াদকালে অজ্ঞাত কারণেই উদ্বোধন হয়নি ক্যাফেটেরিয়া। চতুর্থ উপাচার্য হিসেবে অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ দায়িত্ব গ্রহণের পরেই ক্যাফেটেরিয়া চালুর উদ্যোগ নেন।

ক্যাফেটেরিয়া চালু প্রস্তুতকরণ কমিটির সদস্য সচিব মো. ছদরুল ইসলাম সরকার জাগো নিউজকে বলেন, প্রথম দফায় ইজারা প্রদানের আহ্বানে সাড়া না পাওয়া যায়নি। তাই আজ বুধবার থেকে প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনই ক্যাফেটেরিয়া পরিচালনা করবেন। দ্বিতীয় দফায় ইজারা আহ্বান করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর ক্যাফেটেরিয়া চালু নিয়ে উচ্ছ্বাসিত বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমুনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী লাবীবুল হক জাগো নিউজকে বলেন, ক্যাফেটেরিয়া ছাড়া ক্যাম্পাস জীবনে অতৃপ্তি থেকে যেত। এখন না হয় চায়ের কাপে ঝড় তুলে ক্যাম্পাস ছাড়া যাবে।

সজীব হোসাইন/এফএ/আইআই