দেশজুড়ে

বরিশালে ৭ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন

৬ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে বরিশালে শুরু হয়েছে ৭ দিনব্যাপী আয়কর মেলা। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল কর অঞ্চলের আয়োজনে বেলুন ফেস্টুন উড়িয়ে সপ্তাহব্যাপী এ মেলার উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান।

বরিশাল অঞ্চল কর কমিশনার মোহাম্মদ জাহিদ হাছানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক হাবিবুর রহমান, চেম্বার্স অব কমার্সের সহ-সভাপতি প্রফেসর আমিনুর রহমান ঝাণ্ডা ও সমাজসেবক বিজয় কৃষ্ণ দে প্রমুখ।

আজ থেকে নগরীর টাউন হলে শুরু হওয়া মেলা চলবে ৭ নভেম্বর পর্যন্ত। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা করদাতা ও দর্শণার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

মেলায় রয়েছে ১০টি বুথ। বিশেষ করে নারী, সিনিয়র সিটিজেন ও মুক্তিযোদ্ধাদের জন্য পৃথক বুথের ব্যবস্থা রাখা হয়েছে। রয়েছে অনলাইন রিটার্ন ব্যবস্থাও।

কর কমিশার জাহিদ হাছান জানিয়েছেন, এ বছর তাদের লক্ষ্যমাত্রা ৮ হাজার রিটার্ন পাওয়ার। সেই সঙ্গে ৬ কোটি টাকা আয়কর আদায়ের টার্গেট রয়েছে। গতবার আয়কর মেলায় কর আদায় হয়েছে ৪ কোটি ৭৬ লাখ। রিটার্ন পেয়েছেন ৬ হাজার ৫০০। এ ছাড়া সেরা কর দাতাদের সম্মাননা দেয়ার আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

কর কমিশার জাহিদ হাছান বলেন, আয়কর রিটার্ন ফরম এবং সিটিজেন চার্টার সরবরাহ, আয়কর রিটার্ন জমা দেয়ার ব্যবস্থা থাকবে মেলায়।

এ ছাড়া মেলায় তাৎক্ষণিক প্রাপ্তিস্বীকারপত্র প্রদান, হেল্প ডেস্ক থেকে করদাতাদের সহায়তা প্রদান, অধিক্ষেত্র অনুযায়ী আয়কর রিটার্ন জমাদানে সহায়তা প্রদান, ই-পেমেন্টের মাধ্যমে আয়কর প্রদানের সুবিধা থাকবে।

অনলাইনের মাধ্যমে রিটার্ন দাখিল করার সম্পর্কিত প্রাথমিক ধারণা দেয়া ও পাসওয়ার্ড প্রদান, অনলাইনে রিটার্ন দাখিলের ব্যবস্থাও করা হয়েছে।

মেলা প্রাঙ্গণে করদাতাদের সুবিধার জন্য আয়করের টাকা পরিশোধের জন্য সোনালী ব্যাংক ও জনতা ব্যাংকের দুটি অস্থায়ী বুথ রয়েছে।

সাইফ আমীন/এএম/এমএস