‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বিশ্ব ঐতিহ্যের অদম্য দলিল’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনের দ্বিতীয় তলায় সেমিনার কক্ষে দলটির প্রচার ও প্রকাশনা উপ-কমিটির উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
সোমবার রাতে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেমিনারে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুনুর রশিদ।
সেমিনারে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রচার-প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান হোসেন তওফিক ইমাম। সেমিনারে আরও উপস্থিত থাকবেন মেজর জেনারেল (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফীন সিদ্দিকী, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সরোয়ার, লেখিকা সেলিনা হোসেন ও সাংবাদিক সৈয়দ বদরুল আহসান।
এইউএ/এসএইচএস/আইআই