বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া বর্তমান সময়টা বেশ ভালোই করছেন। বলিউডের পাশাপাশি বর্তমানে কাজ শুরু করেছেন হলিউডেও। তবে প্রিয়াঙ্কার এ উচ্চতায় আসার পথটা এতোটা মসৃন ছিল না। আর সে বিষয়ে জানালেন প্রিয়াঙ্কার মা মধুদেবী চোপড়া।
মাত্র ১৭ বছর বয়সেই শোবিজ অঙ্গনে পা রাখেন প্রিয়াঙ্কা চোপড়া। বয়সে কম হলেও নিজের আত্মসম্মানের ব্যাপারে সবসময়ই সজাগ থাকতেন তিনি। যার ফলে ফলে কেউ কোনো অসৎ উদ্দেশ্যে সাধনের চেষ্টা করেও সফল হতে পারতেন না।
কাজের টানে প্রিয়াঙ্কা যেখানেই যেতেন সঙ্গে থাকতো তার মা। একবার এক পরিচালক স্ক্রিপ্ট পড়ে শোনানোর সময় প্রিয়াংকাকে জিজ্ঞেস করেছিলো স্ক্রিপ্ট পড়ার সময়ও আপনার মা এখানে থাকবেন? জবাবে প্রিয়াঙ্কা জানিয়েছিল যে স্ক্রিপ্ট আমার মা শুনতে পারবে না সে ছবিতে আমি কাজ করব না।
এমন দৃঢ় মনোবলের প্রিয়াঙ্কাকে একবার ছবিতে ছোট পোশাক পড়ার প্রস্তাব দেয়া হয়েছিল। প্রয়োজন ছাড়া ছোট পোশাক পড়তে রাজি হননি প্রিয়াংকা। যার ফলে ওই পরিচালকের বেশ কয়েকটি ছবি থেকে বাদ দেয়া হয়েছিলো তাকে। এতেও ভেঙে পড়েননি তিনি।
সম্প্রতি হায়দ্রাবাদে অনুষ্ঠিত হওয়া ২০তম শিশু চলচ্চিত্র উৎসবে এসব তথ্য জানান তিনি।
আরএএইচ/এলএ/এমএস