দেশজুড়ে

বরিশালে ট্রলার থেকে ৪০০ কেজি জাটকা জব্দ

বরিশাল সদর উপজেলার টুংঙ্গীবাড়িয়া গুচ্ছগ্রাম খালে একটি ট্রলার থেকে ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা।বুধবার ভোররাতে এ অভিযান চালানো হয়।

বেলা ১১টার দিকে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা ও গরিবদের মাঝে বিতরণ করা হয়।

কোস্টগার্ড বরিশাল স্টেশনের ওয়ারেন্ট অফিসার মো. জুলহাস জানান, নদীতে টহলরত অবস্থায় কোস্টগার্ডের সদস্যরা একটি জাটকা বোঝাই ট্রলার দেখতে পায়। থামানোর সংকেত দিলে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে কোস্টগার্ডের ধাওয়ার মুখে গুচ্ছগ্রাম খালে ট্রলার ফেলে পালিয়ে যায়। পরে ট্রলার থেকে ৪০০ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে।

সাইফ আমীন/এমএএস/আইআই