খেলাধুলা

সুয়ারেজের বিশ্বাস রিয়ালে যাবেন না নেইমার

বার্সেলোনা কেন ছেড়েছেন নেইমার? এই প্রশ্নের জবাবে কিছুদিন আগে লিওনেল মেসি বলে দিয়েছেন, রিয়াল মাদ্রিদে যেতেই তিনি বার্সা ছেড়েছেন। আসলেই কি নেইমার রিয়াল মাদ্রিদে যাবেন? বেশ কিছুদিন ধরে এই গুঞ্জন কিন্তু ইউরোপিয়ান ফুটবলে। রিয়াল মাদ্রিদ থেকে নানাভাবে বলা হচ্ছে, নেইমারকে কিনতে তারা প্রস্তুত। পিএসজিতে নেইমারের খারাপ অবস্থারও কারণ হিসেবে একেই অনেকে ইঙ্গিত করছেন। তবে, বার্সায় নেইমারের বন্ধু লুইস সুয়ারেজ বিশ্বাস করেন, নেইমার কোনোভাবেই রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন না। দেবেন না। এমনকি তিনি নিজেও কখনও রিয়াল মাদ্রিদে যোগ দেবেন না বলে জানিয়ে দিয়েছেন সুয়ারেজ।

মাদ্রিদভিত্তিক জনপ্রিয় ক্রীড়া দৈনিক মার্কার সঙ্গে এক সাক্ষাৎকারে অনেক বিষয় নিয়েই কথা বলেছেন সুয়ারেজ। সেখানে উঠে এসেছে তার নিজের ফর্ম, ট্রান্সফারের গুঞ্জন এমনকি আগামী বিশ্বকাপের প্রসঙ্গও। সেই সাক্ষাৎকারেই কথা হলো নেইমার প্রসঙ্গে। কেন নেইমার বার্সা ছাড়লেন? তিনি রিয়ালে যোগ দিতে পারেন কি না- এসব বিষয়েও কথা হলো সুয়ারেজের সঙ্গে।

প্রশ্ন করা হয়েছে, নেইমারের কি বার্সা ছাড়াটা ঠিক হয়েছে? এ প্রসঙ্গে সুয়ারেজ বলেন, ‘নেইমার একজন পরিণত মানুষ। যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন, এ বিষয়ে তিনি পূর্ণ সজাগ। যদিও তার চলে যাওয়াটা আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে। তবে সে সেখানে নিশ্চিত সুখী। আমরা সবকিছু মেনে নিয়েছি এই ভেবে যে, তিনি নতুন একটি চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন এবং নতুন নতুন চ্যালেঞ্জ নেয়াটা তিনি ভালোবাসেন।’

সুয়ারেজ এরপর বলেন, ‘এই সিদ্ধান্তটি নেইমার একা নেননি। তার পরিবারের সঙ্গেই পরামর্শ করে নিয়েছেন। এখানে কারও কোনো চাপ কিংবা অন্য কিছু ছিল না। ভালো লাগার বিষয় হলো, নেইমার যেখানেই থাকেন সেখানেই নিজেকে শতভাগ ঢেলে দেয়ার চেষ্টা করেন। এ কারণেই আমাদের সঙ্গে তার সম্পর্কটা অসাধারণ।’

নেইমার কি রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন? এমন গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে। এই প্রশ্নের জবাবে সুয়ারেজ বলেন, ‘নাহ, কোনোভাবেই না। সত্যি করে বলছি, আমি এর সম্ভাবনাই দেখছি না। নেইমার কী পছন্দ করেন না করেন- এসব আমি জানি। আমাদের জানা আছে, এখনও বার্সেলোনা এবং সতীর্থদের প্রতি তার অনেক ভালোবাসা রয়েছে। আমি এই মুহূর্তে অন্তত দেখছি না যে তিনি রিয়াল মাদ্রিদে যাচ্ছেন।’

এই মুহূর্তে সুয়ারেজের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী? জানতে চাইলে তিনি বলেন, ‘এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ ২০১৭ সালটা ভালোভাবে শেষ করা। এরপর ২০১৮ শুরু হবে। যেখানে বার্সার সামনে অনেক কিছুই জয়ের সুযোগ। সঙ্গে উরুগুয়ের হয়ে আগামী বিশ্বকাপটাও ভালো খেলতে চাই।’

আইএইচএস/বিএ