দেশজুড়ে

মহাসড়কে ধান শুকাতে গিয়ে নারীর মৃত্যু

পঞ্চগড়ের বোদা উপজেলায় মহাসড়কে ধান শুকাতে গিয়ে ট্রাকের ধাক্কায় ফুলেরা বেগম (৫৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার সকালে বোদা পৌরসভা এলাকার পঞ্চগড়-দেবীগঞ্জ মহাসড়কের সর্দার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। ফুলেরা বেগম ওই এলাকার আজিজুল হক মঙ্গলুর স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সর্দার পাড়া এলাকায় মহাসড়কে ধান শুকাতে যান ফুলেরা বেগম। এসময় দেবীগঞ্জ থেকে পঞ্চগড়গামী একটি ট্রাক অন্য একটি গাড়িকে অভারটেক করতে গিয়ে ফুলেরাকে ধাক্কা দেয়। এসময় মহাসড়ক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বোদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সফিকুল আলম/এফএ/পিআর