বিএনপির বিজয় র্যালিতে নেতাকর্মীদের ঢল নেমেছে। রোববার বিকেল ৩টা ৫ মিনিটে এ র্যালি উদ্বোধন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয় পতাকাসহ বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে এসে র্যালিতে অংশ নিয়েছেন তারা। কারো কারো হাতে রয়েছে ধানের শীষ। কেউ কেউ গায়ে আলপনা এঁকেছেন।
সমস্ত গায়ে রঙ দিয়ে আলপনা করে যাত্রাবাড়ী থেকে এসেছেন টুটুল। তিনি জাগো নিউজকে বলেন, আমি বিএনপি করি, বিএনপিকে ভালোবাসি। তাই এভাবে সেজে এসেছি। আমার বড় ভাই স্বপন আমাকে সাজিয়ে দিয়েছেন।
রাজধানীর মিরপুর থেকে এসেছেন মো. রুবেল। তিনি বলেন, আমার পরিবারের সবাই বিএনপি করে। এতোদিন আমরা বহু বঞ্চিত হয়েছি। আশা করি এবার আমাদের দল জয়ী হবেই।
র্যালিতে অংশ নেয়া কারো কারো হাতে বিভিন্ন বাদ্যযন্ত্র রয়েছে। মাইক থেকে ভেসে আসা গানের তালে তালে সেই বাদ্যযন্ত্র বাজাচ্ছেন তারা।
এমন একজন সদিয়া আক্তার। তিনি বলেন, আমার রক্তে বিএনপি। বিএনপির জন্য আমি সব রক্ত দিয়ে দিতে পারি। এবার যদি নিরপেক্ষ নির্বাচন হয় তবে আমাদের দল অবশ্যই জিতবে।
এমএএস/জেডএ/জেআইএম