আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ৪ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নোয়াখালীর দুঃখ নোয়াখালী খাল পুনঃখনন ও সংস্কার কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, এ খাল খননের মধ্য দিয়ে নোয়াখালীবাসীর দীর্ঘদিনের দুঃখ দূর হবে। সেই সঙ্গে দূর হবে জলাবদ্ধতা নামক এক অভিশাপ। বছরে তিন বার ফসল চাষ করবে কৃষক। দূর হবে বেকারত্ব। প্রকল্প বাস্তবায়নের ফলে এ এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন হবে।
সোমবার দুপুরে সেনাবাহিনীর প্রকৌশল বিভাগের প্রধান জেনারেল সিদ্দিকুর রহমানকে সঙ্গে নিয়ে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়ন এলাকায় নোয়াখালী খাল পুনঃখননের ফলক নির্মাণের স্থান পরিদর্শনকালে এসব কথা বলেন সেতুমন্ত্রী।
৩২৪ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ২০২১ সালের জুন মাসে এ কাজ শেষ হবে। এর মধ্যে রয়েছে বামনী নদীর সাত কিলোমিটার ড্রেজিং ও একটি স্লুইচগেট। যা নদীর দুই অংশকে সংযোগ করবে।
এ সময় বাংলাদেশ সেনবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের ঊর্ধ্বতন অফিসার ও প্রকল্প অফিসারসহ (নোয়াখালী-৪) সুবর্ণচর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ একরামুল করিম চৌধুরী, জেলা প্রশাসক মাহবুব আলম তালুকাদর, অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার শিউলি, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন।
মিজানুর রহমান/এএম/এসএম