হাফেজ মুহাম্মদ রাশেদুল আলমের কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে ঐতিহাসিক গাউছুল আজম কনফারেন্স। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর ১টায় লালদীঘি ময়দানে এ কনফারেন্স শুরু হয়।
পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন ও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.), হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.) এর স্মরণে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের বাস্তবায়নে আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ তাকরির শুরু করেছেন।
মুহাম্মদ ফয়জুল মামুন খান, মুহাম্মদ সালাউদ্দিন ও মুহাম্মদ খালেদ মাহমুদ সুজনের যৌথ সঞ্চালনায় এতে পবিত্র নাতে মোস্তফা (সা.) পেশ করেন শায়ের মুহাম্মদ সাইফুদ্দীন এবং খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.), হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজমের (রা.) পবিত্র শান মোবারকে পবিত্র ক্বছিদা শরীফ পেশ করেন শায়ের মুহাম্মদ আলী ও শায়ের মুহাম্মদ ইখতেয়ার উদ্দিন।
কনফারেন্সে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন আছেন- কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ আওলাদে রাসূল হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী। তিনি বাদে ইশা থেকে বক্তব্য দেয়ার কথা রয়েছে।
কনফারেন্সস্থলে জোহরের নামাজের ইমামতি করেন, মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের এশায়াত সম্পাদক আল্লামা মুহাম্মদ সেকান্দর আলী। তকরির পেশ করছেন আল্লামা মুহাম্মদ সেকান্দর আলী, তার পূর্বে বক্তব্য রাখেন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের সহ-এশায়াত সম্পাদক আল্লামা মুহাম্মদ ফোরকান।
মঞ্চে অতিথিদের মধ্যে উপস্থিত রয়েছেন- মাওলানা ফরিদ আহমদ, আলহাজ্ব মুহাম্মদ ইউনুছ, মাওলানা মাহবুবুল আলম। প্রধান আলোচক হিসেবে রয়েছেন- মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের মহাসচিব অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া।
সেখানে আরও বক্তব্য রাখবেন- মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ওলামা পরিষদের সভাপতি হযরতুলহাজ্ব আল্লামা মুফতি মুহাম্মদ ইব্রাহীম হানফি, মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ওলামা পরিষদের সাধারণ সম্পাদক হযরতুলহাজ্ব আল্লামা মুফতি কাজী মুহম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকি, কাগতিয়া এশাতুল উলুম কামিল এমএ মাদরাসার মুহাদ্দিস আল্লামা মোহাম্মদ আশেকুর রহমান, মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ওলামা পরিষদের এশায়াত সম্পাদক হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ এমদাদুল হক মুনিরী।
বিএ