দেশের প্রাচীনতম দ্বীনি বিদ্যাপীঠ জামেয়া ইসলামিয়া ইবরাহিমিয়া উজানী। এ দ্বীনি প্রতিষ্ঠানের বার্ষিক মাহফিল আগামী ৪ ও ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
হজরত ক্বারী ইবরাহিম রহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত পবিত্র কুরআনুল কারিমের খেদমতের জন্য বিখ্যাত এ দ্বীনি মারকায চাঁদপুর জেলার কচুয়া থানার উজানী গ্রামে অবস্থিত।
উজানীর পীর সাহেবদ্বয়সহ মাহফিলে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম দ্বীনি নসিহত ও আমলের বয়ান পেশ করবেন।
২ দিন ব্যাপী অনুষ্ঠিত এ মাহফিলের এন্তেজামের কাজ এগিয়ে চলছে। ইতিমধ্যে বাগে ইবরাহিমের ময়দানে প্যান্ডেলের কাজ প্রায় সম্পন্ন।
৪ জানুয়ারি বৃহস্পতিবার শুরু হবে এ মাহফিল। শনিবার সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ হবে। মাহফিলে আখেরি মোনাজাত প্রদান করবেন উজানীর পীর মাওলানা ফজলে এলাহি হাফিজাহুল্লাহ।
জামেয় ইসলামিয়া ইবরাহিমিয়া মাদরাসা কর্তৃপক্ষ দেশব্যাপী মুসলিম উম্মাহকে উক্ত মাহফিলে অংশগ্রহণ করে দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভের আহ্বান জানিয়েছেন।
এমএমএস/জেআইএম