খেলাধুলা

হ্যাজার্ডের বদলে আসেনসিওকে কাজে লাগাতে চায় রিয়াল

গত ২৩ ডিসেম্বর 'এল ক্ল্যাসিকো' হারের পর রিয়াল মাদ্রিদ দলে পরিবর্তন অত্যাসন্ন হয়ে পড়েছে। কোচ নয়, দলের খেলোয়াড়দের একটা অংশ বদলের দাবি উঠছে জোরেসোরে। শোনা যাচ্ছে, বেলজিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার ইডেন হ্যাজার্ডকে দলে ভেড়াতে পারে স্প্যানিশ ক্লাবটি। তবে ক্লাবের মধ্য থেকেই উঠছে, মার্কো আসেনসিওর মতো খেলোয়াড় থাকতে কেন বাড়তি খরচের চিন্তা করতে হবে?

২১ বছর বয়সী আসেনসিও নিয়মিত রিয়ালের একাদশে সুযোগ পাচ্ছেন না। যা পাচ্ছেন, সেখানেও ৯০ মিনিটের আগে তাকে তুলে নেয়া হচ্ছে। এ নিয়ে সমর্থকদের ক্ষোভ রয়েছে। আফসোস আছে আসেনসিওর নিজেরও। সম্প্রতি এক সাক্ষাতকারে নতুন বছরে আরও বেশি সুযোগ পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

আসল ব্যাপার হলো, হ্যাজার্ডকে খুব পছন্দ করেন জিদান। চেলসির আগে ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত লিলিতে ছিলেন এই বেলজিয়ান। তখন থেকেই জিদানের পছন্দ তাকে। এখন তো হ্যাজার্ড নিজেও চাইছেন রিয়ালে খেলতে।

তবে সম্প্রতি এক সভায় হ্যাজার্ডকে রিয়ালে আনার সরাসরি বিরোধিতা করেছেন ক্লাবের একজন উর্ধ্বতন কর্মকর্তা। তিনি প্রশ্ন তুলেন, 'কেন আমরা এই বেলজিয়ানকে আনব, যেখানে আমাদের কাছে আসেনসিও আছে?'

যার অর্থ, হ্যাজার্ডকে না কিনলে সামনের দিনগুলোতে রিয়ালে আসেনসিওর দরজা আরও উম্মুক্ত হবে। শুধু মাথা ঠান্ডা রেখে নিজের খেলাটা দেখিয়ে দিতে হবে এই স্প্যানিয়ার্ডকে।

এমএমআর/আইআই