সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের বাশঝাড়িয়া ক্যাম্পের পাশের কালিন্দি নদীতে জেলের জালে ধরা পড়েছে বড় একটি কুমির।
স্থানীয়রা জানায়, বাজুয়াগড় গ্রামের মৃত. জেহের আলী ছেলে মৎস্যজীবী আব্দুল সালাম প্রতিদিনের মতো কালিন্দি নদীতে মাছ ধরার জন্য সোমবার রাতে জাল পাতে।
মঙ্গলবার সকালে জাল তুলে ৪ ফুট লম্বা একটি কুমির দেখতে পায়। জেলেরা সেটি উদ্ধার করে বাঁশঝাড়িয়া ক্যাম্পের নায়েক সুবেদার শাহাজান খানকে খবর দিলে তারা সেটি নিয়ে যায়।
এ ব্যাপারে বাঁশঝাড়িয়া ক্যাম্পের নায়েক সুবেদার শাহাজান খান জানান, কুমির উদ্ধারের পর প্রাণিসম্পদ অধিদফতরে খবর দিলে সেখানকার কর্মকর্তারা এসে কুমিরটি নিয়ে যান।
আকরামুল ইসলাম/এএম/আরআইপি