ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুপডা) ১০ম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে (টিএসসি) দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
দর্শন বিভাগের চেয়ারম্যান এবং দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. সাজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ। এতে আরও উপস্থিত ছিলেন দর্শন বিভাগের প্রবীণ অধ্যাপক ড. আমিনুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, দর্শনের ছাত্র মানে দার্শনিক নয়, কিন্তু তারা দর্শন পড়ে যে আনন্দ পায় অন্যরা তা পায় না। দর্শন আছে বলে সাহিত্য সার্বজনীন। দর্শন যুক্তি মেনে চলে, যুক্তি ছাড়া এক পা আগায় না।
উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময়ের শীর্ষস্থানীয় বিভাগ হচ্ছে দর্শন বিভাগ। আর মাত্র তিন বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ বিভাগও শতবর্ষ উদযাপন করার গৌরব অর্জন করবে। সব মানুষকে ঐক্যবদ্ধ করে রাখার ক্ষমতা দর্শনের রয়েছে।
এমএইচ/এমএমজেড/পিআর