জামালপুরে পারিবারিক কলহের জের ধরে রকিবুল ইসলাম রাজন (২৪) নামে এক যুবক গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাতে পৌর এলাকার ছনকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রকিবুল ইসলাম রাজন ছনকান্দা গ্রামের আব্দুল মজিদের ছেলে। রাজনের আড়াই বছর বয়সী এক ছেলে রয়েছে।
জামালপুর সদর থানা পুলিশের এসআই নূরুল ইসলাম জানান, নিহত রাজন মাদকাসক্ত ছিলেন। তিনি বেশ কিছুদিন ধরে বাবা আব্দুল মজিদকে জমি লিখে দেয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছিলেন। কিন্তু মাদকাসক্ত হওয়ায় ছেলেকে জমি লিখে দিতে অস্বীকার করায় বৃহস্পতিবার রাতে বাবার ওপর অভিমান করে নিজের ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন রাজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
শুভ্র মেহেদী/আরএআর/পিআর