দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মোছা. মাছুমা আক্তারকে বরখাস্ত করা হয়েছে। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে রিজেন্ট বোর্ডের ৪৬তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় রিজেন্ট বোর্ডের নব মনোনীত তিন সদস্য যথাক্রমে- সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবির এবং এমএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু তালেব মিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
রিজেন্ট বোর্ডের সভায় জাননো হয়, মাছুমা আক্তার ২০১৩ সালের ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ছুটি নিয়ে আর কর্মস্থলে যোগ দেননি। কাজে যোগদানের জন্য তার স্থায়ী ঠিকানা বরাবর চূড়ান্ত চিঠি এবং পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হলেও তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেননি। ফলে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আজকে তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্তের চূড়ান্ত সিদ্ধান্ত নিল রিজেন্ট বোর্ড।
রিজেন্ট বোর্ডের শুরুতে সরকারি এম এম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মিজানুর রহমানের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং তার কর্ম জীবনের বিভিন্ন দিক সম্পর্কে বোর্ডের সদস্যরা বিশদ আলোচনা করেন। একইসঙ্গে রিজেন্ট বোর্ডের সফলভাবে তিন বছর মেয়াদ শেষ করায় রিজেন্ট বোর্ডের সাবেক সদস্য যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের প্রতি ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়।
রিজেন্ট বোর্ডের সভাপতি ও যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ আবুল হোসেন, যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টচার্য, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবির, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম শাহি আলম, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মো. আব্দুর রশীদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান আব্দুল আলীম, জীব বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. ইকবাল কবীর জাহিদ, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. ওমর ফারুক, বিজ্ঞান অনুষদের ডিন ড. এ এস এম মুজাহিদুল হক, সরকারি এম এম কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু তালেব মিয়া, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ আবু তোরাব মো. হাসান, যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব প্রমুখ।
মিলন রহমান/আরএআর/জেআইএম