কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় কুকুরকে বাঁচাতে গিয়ে ইজিবাইক উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার দুপুরে ভেড়ামারা-রায়টা সড়কের ফারাকপুর রেলগেটের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম নাহারুল ইসলাম (৩৫)। তিনি দৌলতপুর উপজেলার ভুরকাপাড়া গ্রামের ছবির উদ্দীনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, নাহারুল ইসলাম ইজিবাইক চালিয়ে ভেড়ামারা অভিমুখে আসার পথে ফারাকপুর রেলগেটের কাছে একটি কুকুরকে বাঁচাতে গেলে তার ইজিবাইক উল্টে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার রুহুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
আল-মামুন সাগর/এএম/আইআই