বার্সেলোনার প্রাণভোমরা তিনি। লিওনেল মেসি মাঠে না থাকলে যেন রং হারিয়ে ফেলে বার্সা। মেসি পুরো ৯০ মিনিট খেলবেন, দলকে জেতাবেন-এটা দেখেই অভ্যস্ত সমর্থকরা। সেল্টা ভিগোর বিপক্ষে কোপা দেল রের ম্যাচে বৃহস্পতিবার দেখা গেল বিরল এক ঘটনা। ম্যাচের ৬০ মিনিট না হতেই মেসিকে উঠিয়ে নিলেন কোচ আরনেস্তো ভালভার্দে।
ম্যাচের এতটা অংশ বাকি থাকতে মেসিকে উঠিয়ে নেয়া হচ্ছে-এমন দৃশ্য দেখে অভ্যস্ত নন নু্য ক্যাম্পের দর্শকরা। বৃহস্পতিবার সেটাই ঘটলো। ম্যাচের ৫৯তম মিনিটে মেসিকে উঠিয়ে উসমান ডেম্বেলেকে নামালেন ভালভার্দে।
ম্যাচের ৬০ মিনিট না পেরুতেই কোচের সিদ্ধান্তে মাঠ থেকে মেসির উঠে যাওয়ার ঘটনা সর্বশেষ ঘটেছিল সেই ২০০৭ সালের ২৯ সেপ্টেম্বর। ৩০২ ম্যাচ আগে লেভান্তের বিপক্ষে ৬০ মিনিট না পেরুতেই উঠিয়ে নেয়া হয়েছিল মেসিকে। ওই ম্যাচে বার্সেলোনা তখন এগিয়ে গিয়েছিল ৪-০ ব্যবধানে।
অতীতে যে কয়বার ৬০ মিনিটের আগে মেসিকে উঠিয়ে নেয়া হয়েছে, সবগুলোই চোট কিংবা ইনজুরি ঝুঁকির কারণে। দীর্ঘ ৩০২ ম্যাচ পর কোচের সিদ্ধান্তে মাঠ থেকে উঠে গেলেন আর্জেন্টাইন খুদেরাজ।
এমএমআর/আইআই