প্রবাস

এসএসসিতে বৃত্তি পেয়েছে সৌদি প্রবাসী দুই ছাত্রী

২০১৭ সালের এসএসসি পরীক্ষায় বহির্বিশ্ব থেকে মাত্র চার জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। এর মধ্যে দুইজনই ছাত্রী এবং তারা সৌদি আরব প্রবাসী।

এই দুই শিক্ষার্থী হলেন রিয়াদের বাংলাদেশ অ্যাম্বেসি স্কুলের সাদিয়া তাবাসসুম এবং আদিবা জামান।

তাবাসসুমের বাবা মিজানুল হক পলাশ মেয়ের এ প্রশংসনীয় অর্জনের কথা জানিয়ে বলেন, ‘সৌদি আরবের স্থানীয় সময় সোমবার বিকেল ৪টায় তারা সংবাদটি পান। মেয়ের এমন অর্জনে তারা খুবই আনন্দিত। সব থেকে আনন্দের বিষয় বহির্বিশ্বের দুই বৃত্তি প্রাপ্তই রিয়াদের বাংলাদেশ অ্যাম্বেসি স্কুলের।

এমএমজেড/আরআইপি