তথ্যপ্রযুক্তি

উদ্যোক্তা হাটে ওয়েডিং ফটোগ্রাফি নিয়ে ল'ফতো

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার শিক্ষার্থী আকাশ খান। শখের বসে একসময় ফটোগ্রাফি করতেন। ফেসবুকের 'চাকরি খুঁজবো না চাকরি দেবো' গ্রুপের সহায়তায় এখন পুরো উদ্যোক্তা। ছোটভাই নাজমুল সঞ্জিকে সাথে নিয়ে শুরু করেছেন ল'ফতো নামের একটি অনলাইন আলোকচিত্র প্রতিষ্ঠান।

২০১৫ সালে শুরু হওয়া তার এ উদ্যোগের বয়স এখন তিন বছর। যার অনলাইন ঠিকানা- www.lfotto.comল'ফতোর অন্যতম উদ্যোক্তা আকাশ খান বলেন, সুযোগ পেলে সবাই সুন্দর মূহুর্তগুলো ফ্রেমবন্দি করতে চাই। ছবি প্রিয় মানুষগুলোর জন্যই আমাদের এই আয়োজন। উদ্যোগ হাট উপলক্ষে আমাদের সব প্যাকেজে ১৫-৩০ ভাগ পাওয়া যাচ্ছে। এছাড়া যে কেউ ল'ফতো প্রি ওয়েডিং শুট নিতে পারেন। যা একদম ফ্রি।

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডির ওমেন্স ভলান্টিয়ারি অ্যাসোসিয়েশন ভবনে শুরু হওয়া তিন দিনব্যাপী এ উদ্যোক্তা হাট প্রতিদিন সকাল ১০টায় থেকে রাত ৮টা পর্যন্ত খেলা থাকছে। হাটের আয়োজক বিডিওএসএন-এর উদ্যোগে পরিচালিত ফেসবুকভিত্তিক ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’ গ্রুপ।

এবারের হাটে মোট ৫০টি উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। পৃষ্ঠপোষক হিসেবে থাকছে আইপে, বিডি ভেঞ্চার লিমিটেড, এক্সনহোস্ট, নানারকম ডটকম এবং মুভ। এছাড়া গণমাধ্যম সহযোগী হিসেবে রয়েছে জাগোনিউজ২৪.কম।

এএ/জেএইচ/পিআর