জাগো জবস

৩ পদে চাকরি দিচ্ছে খুলনা শিপইয়ার্ড

বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেডের যান্ত্রিক (ভেতর) শাখায় ৩টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৮ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: খুলনা শিপইয়ার্ড লিমিটেডশাখার নাম: যান্ত্রিক (ভেতর) শাখা

পদের নাম: সিনিয়র সুপারভাইজার নিয়োগের ধরন: চুক্তিভিত্তিক (কর্মচারী)পদসংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণিসহ টিটিসি’র ট্রেড কোর্সঅভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা

পদের নাম: নিম্ন করণিক কাম কম্পিউটার অপারেটর নিয়োগের ধরন: অস্থায়ী ভিত্তিক (কর্মচারী)পদসংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: এইচএসসিঅভিজ্ঞতা: ০৩ বছর

পদের নাম: দক্ষ টার্নারনিয়োগের ধরন: অস্থায়ী ভিত্তিক (শ্রমিক)পদসংখ্যা: ০২ জনশিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণিঅভিজ্ঞতা: ০৫ বছর

বয়স: অনূর্ধ্ব ৩০ বছর

যার বরাবর আবেদন: ব্যবস্থাপনা পরিচালক, খুলনা শিপইয়ার্ড লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, খুলনা।

পাঠানোর ঠিকানা: হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সেকশন, খুলনা শিপইয়ার্ড লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, খুলনা।

লক্ষণীয়: শ্রমিকদের ক্ষেত্রে ২৮ মার্চ ২০১৮ তারিখে আবেদনপত্রসহ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় উপস্থিত থাকতে হবে।

আবেদনের শেষ সময়: ২৮ মার্চ ২০১৮

সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ১৩ মার্চ ২০১৮

এসইউ/জেআইএম