দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি বসতঘর পুড়ে গেছে। এছাড়া এ ঘটনায় ৭টি গবাদিপশুর মৃত্যু হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার রাত ১১টার দিকে উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়নের শাহাপাড়া গ্রামের আফাজউদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. দেলোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গরুর গোয়াল ঘরের কয়েল থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
জানা যায়, অগ্নিকাণ্ডে আফাজউদ্দিনের ৩টি ঘর, ৪টি গরু, ৩টি ছাগল ও মো. ফজুর ৩টি ঘর, আমিনুর ইসলামের ৩টি, হাসেম আলীর ২টি, মান্নানের ২টি ও তোহিদুলে ১টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এমদাদুল হক মিলন/আরএ/এফএ/এমএস