কুমিল্লার মোতালেব হোসেন নামের এক ব্যবসায়ী ৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ১৮ মার্চ তিনি ঢাকায় নিখোঁজ হয়েছেন। ঢাকার বাড্ডা থানা এলাকার আফতাবনগরে তিনি ব্যবসা করেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার পোলাইয়ায়।
মোতালেবের ভাই মোশারফ হোসেন ভুইয়া জানান, ঢাকার বাড্ডা থানার আফতাবনগরে মোতালেব মুদি ব্যবসা করেন। থাকতেন পাশের আনন্দনগরে শ্বশুরের বাসায়।
সেখান থেকে গত ১৮ মার্চ সকালে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার পরিবার উৎকণ্ঠায় রয়েছে। নিখোঁজের বিষয়ে ঘটনার দিন বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বাড্ডা থানা পুলিশের ওসি কাজী ওয়াজেদ আলী জানান, নিখোঁজ মোতালেবের মোবাইল ফোনের রেকর্ড দেখেছেন। তার সর্বশেষ অবস্থান ছিল মুগদায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মো. কামাল উদ্দিন/এএম/জেআইএম