নেত্রকোনায় পৃথক তিন মামলায় কেন্দুয়া উপজেলা পরিষেদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ভুঁইয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ১৩০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুকনুজ্জামানের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইফুল আলম প্রদীপ জানান, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি পুলিশের ওপর হামলা, দ্রুত বিচার আইন, আইন শৃঙ্খলার অবনতি ও বিস্ফোরক আইনে কেন্দুয়া থানার পুলিশ পৃথক তিনটি মামলায় তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। এসব মামলায় বিএনপির ১৩০ নেতাকর্মীকে আসামি করা হয়। আসামিরা গত ২৯ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। এই জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ বিকেলে তারা বিচারিক আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালতের বিচারক সকল আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কামাল হোসাইন/আরএআর/পিআর