চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এ সম্পর্ক আরও শক্তিশালী করতে যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় ও ফলপ্রসু করতে চট্টগ্রাম-কুনমিং রুটে ফ্লাইট চালুর আগ্রহ প্রকাশ করেছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স।
সচিবালয়ে বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামালের সঙ্গে এক সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান। এছাড়া প্রয়োজনে ঢাকা-কুনমিং, ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট বৃদ্ধির প্রস্তাবও দেন তিনি।
মন্ত্রী জানান, এ ব্যাপারে কাজ করতে সিভিল এভিয়েশনের একটি টিম চীনে অবস্থান করছে। তাদের পরামর্শ মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে।
রাষ্ট্রদূত বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন এবং উভয় দেশের মধ্যে পর্যটন সহযোগিতা বৃদ্ধির গুরুত্বারোপ করেন। পরে মন্ত্রী বলেন, কক্সবাজার, সিলেটসহ বাংলাদেশের টুরিস্ট স্পটগুলোতে চীনা বিনিয়োগকে স্বাগত জানাবে বাংলাদেশ। সাক্ষাতের সময় সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল এম নাইম হাসান ও মন্ত্রীর একান্ত সচিব মফিজুল ইসলাম পাটওয়ারী উপস্থিত ছিলেন।
অারএম/আরএস/এমএস