জাতীয়

দেশের পথে প্রধানমন্ত্রী

সিডনিতে ‘গ্লোবাল সামিট অন ওমেন’ সম্মেলন শেষে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকা ছেড়েছিলেন তিনি।

ইউএনবির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার বিকেল ৪টায় তাকে বহনকারী থাই এয়ারওয়েজের বিমানটি সিডনি ত্যাগ করে। সিডনি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান, অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ সুফিউর রহমান।

আজ রাতেই দেশে পৌঁছাবেন শেখ হাসিনা।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর মুকুটে আরেকটি পালক

‘গ্লোবাল সামিট অন ওমেন’ সম্মেলনটি ছিল বিশ্বব্যাপী নারী নেতাদের ব্যবসা এবং অর্থনৈতিক বিষয়াবলী-সংক্রান্ত বাৎসরিক সম্মেলন। এ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট থাই নগক এবং কসোভোর সাবেক প্রেসিডেন্ট এ্যাতিফেত জাহজাগারকে মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল ওমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮ দেয়া হয়।

শেখ হাসিনাকে বাংলাদেশে নারী শিক্ষার প্রসার এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি জানানো হয়।

আরও পড়ুন : প্রশিক্ষণ দিয়ে অবদান রাখতে পারে অস্ট্রেলিয়া : প্রধানমন্ত্রী

সম্মেলনে শেখ হাসিনা বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং জাতীয় উন্নয়নের মূলধারায় নারীদের সম্পৃক্তকরণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

সফরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গেও বৈঠক করেছেন শেখ হাসিনা

এনএফ/এমএস