কলকাতা নাইট রাইডার্সের জয় তখন বলতে গেলে নিশ্চিত হয়ে গেছে। ৮ বলে দরকার ৫ রান। এমন সময় দীনেশ কার্তিকের উঠিয়ে মারা বলটি দৌঁড়ে এসে যেভাবে ধরলেন বিরাট কোহলি, ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর জয়ের পরিস্থিতি থাকলে নিশ্চিত তাকে নিয়ে উৎসব শুরু হয়ে যেতো।
কলকাতার হাতে তখন ৭টি উইকেট। লং অনের উপর দিয়ে উঠিয়ে মেরেছিলেন ৯ বলে ২৩ রানের ঝড়ো ইনিংস খেলা কার্তিক। বলটা মাটিতেই পড়ার কথা ছিল, কোথা থেকে কোহলি দৌঁড়ে এসে সুপারম্যানের মতো ঝাঁপিয়ে পড়লেন। অবিশ্বাস্যকভাবে তালুবন্দীও করে ফেললেন ক্যাচটা।
ব্যাঙ্গালুরু অধিনায়কের এমন ক্যাচ দেখে অবাক হয়ে গেছেন ব্যাটসম্যান কার্তিক। দর্শকরাও অবাক। তবে আলাদাভাবে দৃষ্টি কেড়েছেন গ্যালারিতে খেলা দেখতে আসা কোহলির স্ত্রী আনুশকা শর্মা। বলিউড অভিনেত্রী করতালি দিয়ে তো অভিনন্দন জানিয়েছেনই, ক্যাচটি দেখার পর মুখের ভঙ্গিতে বিস্ময়টাও লুকাতে পারেননি।
এমএমআর/পিআর