দেশজুড়ে

গাছ কাটতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

বরিশালের হিজলা উপজেলায় সুপারি গাছ কাটতে গিয়ে আলী আকুব্বর সরদার (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার নরসিংহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আলী আকুব্বর হিজলার নরসিংহপুর গ্রামের মৃত আব্দুল করিম সরদারের ছেলে।

আলী আকুব্বরের স্বজনরা জানান, আলী আকুব্বর ঘরের কাজের জন্য সুপারি গাছ কাটতে ছিলো। ওই সময় সুপারি গাছের একটি ফাইল ছিটকে তার মাথায় লাগলে সে অজ্ঞান হয়ে পরে। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মুলাদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

সাইফ আমীন/আরএ/পিআর