বরিশালের গৌরনদী উপজেলা বন্দর, টরকিবন্দর ও বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা নাছরিন ভেজালবিরোধী এ অভিযান চালান।
তিনি জানান, গৌরনদী বন্দরে ঘোষ মিষ্টান্ন ভান্ডারে নষ্ট দই বিনষ্ট করা হয়। একই সময় অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি বিক্রির দায়ে শ্রী গুরু মিষ্টান্ন ভান্ডারে মালিক সুশীল ঘোষকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি টরকিবন্দরে ভেজাল গুড় তৈরি করায় অরুণ সাহা ও দিলীপ সাহাকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা ও টরকি বাসস্ট্যান্ডে আলাউদ্দিন সরদারের জ্বালানি তেলের দোকানে ডিজেল কম দেয়ায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান ইউএনও খালেদা নাছরিন।
সাইফ আমীন/এএম/এমএস