খুশির যেন কোনো সীমানা নেই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড লুকাস ভাজকুয়েজের। এই তো মাত্র চারদিন আগে মাদ্রিদের হয়ে জিতলেন টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। আর সেই আনন্দে যেন নতুন মাত্রা যোগ করতে পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন তার প্রথম পুত্রসন্তান।
গত বুধবার মাদ্রিদের একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন তার স্ত্রী মাকারেনা রদ্রিগেজ। আর সন্তানের নামও রাখা হয়েছে ভাজকুয়েজের নামানুসারে, লুকাস ভাজকুয়েজ জুনিয়র।
ইতিমধ্যেই স্পেন বিশ্বকাপ প্রস্তুতি শুরু করে দিলেও দলের সাথে এখনও যোগ দেননি এই ফরোয়ার্ড। রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আনন্দ উৎসবের জন্য এমনিতেই ছুটিতে ছিলেন লুকাস, এর পরে পুত্র সন্তানের জন্ম উপলক্ষে নিজের ছুটি আরও কিছুদিন বাড়িয়ে নিয়েছেন তিনি।
এসএস/এমএমআর/এমএস