রাজবাড়ীর পাংশা উপজেলায় ছাদ থেকে পড়ে শাহিন শেখ (৩৩) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে পাংশা পৌর মৈশালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহিন শেখ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কফিল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণ শ্রমিক শাহিন পৌর শহরের মৈশালা এলাকায় নুপুর সিনেমা হলের পেছনে সুজনের দ্বিতল ভবনের নির্মাণ কাজ করছিলো। এ সময় হঠাৎ অসাবধানতাবশত পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পড়ে তাকে উদ্ধার করে পাংশা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওদুদ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
রুবেলুর রহমান/আরএআর/পিআর