খেলাধুলা

কোচের ঝামেলা স্পেনের খেলায় প্রভাব ফেলবে না: পর্তুগিজ কোচ

বিশ্বকাপ শুরুর এক দিন আগে নিজেদের কোচ বহিষ্কার এবং তার ১২ ঘণ্টার মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা করে ফুটবল বিশ্বকে হতবাক করে দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এতো বড় টুর্নামেন্ট শুরুর এক দিন আগে এমন ঘটনায় স্পেনের ফুটবলে নেতিবাচক প্রভাব পড়বে, এমনটাই বলাবলি হচ্ছে সবখানে।

তবে গ্রুপ পর্বে স্পেনের প্রথম ম্যাচের প্রতিপক্ষ এবং গ্রুপের সবচেয়ে কঠিন ম্যাচের প্রতিপক্ষ পর্তুগালের কোচ ফার্ন্দানো সান্তোস। বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সান্তোস জানান এমন পরিস্থিতি সামাল দেয়ার মতো যথেষ্ঠ সামর্থ্য রয়েছে স্প্যানিশদের। তাই কোচের এমন পালাবদল মোটেও কোন সমস্যা করবে না তাদের।

সান্তোস বলেন, ‘দলটা স্পেন। তারা গত ১০ বছর যাবৎ একইভাবে খেলে যাচ্ছে। আমার মনে হয় সাম্প্রতিক ঘটনাবলীতে তাদের খেলায় কোন সমস্যা হবে। বড় ব্যাপার মাঠে যারা খেলছে তারা কতটা পরিকল্পনামাফিক খেলছে। দল হিসেবে স্পেন দারুণ প্রতিপক্ষ। আসরের প্রথম ম্যাচটাই তাদের বিপক্ষে খেলায় আমাদের জন্য পরবর্তী ম্যাচগুলো সহজ হবে।’

স্প্যানিশদের প্রতি সম্মান প্রদর্শন করলেও শুক্রবারের ম্যাচে জয়ব্যতীত কিছু ভাবছেন না পর্তুগিজ কোচ। তিনি বলেন, ‘আগামীকাল (শুক্রবার) দুইটি দারুণ দলের প্রথম ম্যাচ। দুই দলেই প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। এই ম্যাচের জন্য তাদের আমি শুভকামনা জানাবো না। তবে আশা করি তাদের ভালো একটি টুর্নামেন্ট যাক। স্পেন বিশ্বাস করে তারা জিততে পারবে এবং আমরাও মনে করি আমাদের জেতার সামর্থ্য আছে।’

সোচির ফিস্ট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত বারোটায় মুখোমুখি হবে স্পেন এবং পর্তুগাল।

এসএএস/জেআইএম