কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও করিমগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে পাকুন্দিয়া উপজেলা সদরে কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষে জরিনা বেগম নামে এক বাসযাত্রী নিহত ও ১৯ জন আহত হয়।
আহতদের কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে, সকাল ১০টার দিকে করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ফেরিঘাট এলাকায় ঢাকাগামী ক্যান্টনমেন্ট পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ সময় হেলাল মিয়া নামে এক ব্যক্তি নিহত ও অন্তত ১১ জন আহত হয়। আহতদের করিমগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নূর মোহাম্মদ/এএম/পিআর