রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বাসের চাকায় পৃষ্ট হয়ে ইমন (২০) নামে এক চালকের সহকারীর (হেলপার) নিহত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার দৌলতদিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুর থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি লোকাল বাস দুপুরে দৌলতদিয়া তেলের পাম্পের কাছে পৌঁছায়। এ সময় সড়ক পার হওয়ার জন্য অজ্ঞত এক মহিলা দৌঁড় দিলে লোকাল বাসটির চালক দ্রুত পাশ কাটতে গেলে হেলপার ইমন ছিটকে পড়ে বাসের চাকায় পৃষ্ট হয়। এ সময় স্থানীয়রা ইমনকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা.নুরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সনাতন জানান, নিহত ব্যক্তির নাম ছাড়া আর কোনো তথ্য পাওয়া যায়নি।
রুবেলুর রহমান/আরএ/জেআইএম