রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে ট্রাক্টরের চাপায় মনির হোসেন (২৮) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। শনিবার দুপুর ২টার দিকে হারাগাছ পৌর এলাকার পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির নগরীর ৮নং ওয়ার্ডের কিশামত এলাকার মৃত মানিক মিয়ার ছেলে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে হারাগাছ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দীনেশ চন্দ্র জানান, নিহত মনির হারাগাছের হক বাজার থেকে রিকশা নিয়ে ফির ছিলেন। এ সময় রংপুর নগরীর সাতমাথা থেকে হকবাজারের দিকে ট্রাক্টরটি যাওয়ার সময় পল্লী বিদ্যুৎ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাসহ মানিককে চাপা দিয়ে পাশে উল্টে যায়। এতে ট্রাকটরের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
জিতু কবীর/আরএ/আরআইপি