সংযুক্ত আরব আমিরাত হাটহাজারী সমিতির কার্যকারী আহ্বায়ক কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হাটহাজারী প্রবাসীদের নিয়ে গঠিত এ সমিতি শুক্রবার দুবাই আল-আবির নিউ নেওয়াজ রেস্টুরেন্ট হল রুমে অনুষ্ঠিত হয়।
সমিতির সাংগঠনিক কমিটির সদস্যদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা সদস্য সচিব মোহাম্মদ জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক নজরুল হাসান।
অনুষ্ঠানের শুরুতে আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ এনামুল হক চৌধুরী হাটহাজারীর গড়দুয়ারা ইউনিয়নের ‘গড়দুয়ারা বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়াই সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।
সমিতির সাংগঠনিক কমিটি সকল সদস্য, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব, আহ্বায়ক সবাই সমিতির সাংগঠনিক কার্যক্রম নিয়ে পরামর্শ ও দিক নির্দেশনা দেন।
এমআরএম/আরআইপি