ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার মুহুরী ও কুহুয়া নদী তীরবর্তী স্থানে স্থায়ী ও টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্থ দরিদ্র জনগোষ্ঠির জন্য বিশেষ ঋণ দেয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
‘ভিটে মাটি রক্ষা চাই, স্থায়ী টেকসই বাঁধ চাই’এই স্লোগানে বৃহস্পতিবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা অবিলম্বে ফুলগাজী, পরশুরাম উপজেলার মুহুরী ও কুহুয়া নদী তীরবর্তী স্থানে স্থায়ী ও টেকসই বন্যা নিয়ন্ত্রণে বাধঁ নির্মাণের জোর দাবি জানান। তারা বলেন, আমরা ত্রাণ চাই না আমরা স্থায়ীভাবে বাধঁ নির্মাণ চাই। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন তারা।
সমাজসেবক শেখ ফজলে ইমাম রকির সভাপতিত্বে ও সাংবাদিক মো. মুহিববুল্লাহ ফরহাদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন- ফুলগাজীর দরবারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মজুমদার, জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি-কাজী আবদুল বারি, ফেনী প্রেসক্লাবের একাংশের সভাপতি আজাদ মালদার, সাধারণ সম্পাদক দিলদার হোসেন স্বপন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লতিফ খান রায়হান।
আরএ/পিআর