রাজধানীর তেজগাঁওয়ে বাড়ি থেকে খেলার উদ্দেশ্যে বের হওয়া দুই শিশু নিখোঁজ হয়েছে। তারা একে অপরের পরিচিত।
শুক্রবার সকালে উভয়ই উত্তর বেগুনবাড়িতে খেলতে যাবে বলে বের হয়েছিল, এরপর আর বাড়ি ফেরেনি। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দুইটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
নিখোঁজ দুই শিশুর নাম মো. জাকির হোসেন হৃদয় ও মো. ইমাম হাসান।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা জানায়, জাকির হোসেন হৃদয়ের বয়স ১২ বছর, ষষ্ঠ শ্রেণির ছাত্র। তার উচ্চতা আনুমানিক ৪ ফুট, গায়ের রং শ্যামলা ও মুখমণ্ডল গোলাকার। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল নীল রংয়ের ট্রাউজার ও লাল গেঞ্জি। ইমাম হাসানের বয়স ১২ বছর। চতুর্থ শ্রেণির ছাত্র। তার উচ্চতা আনুমানিক ৪ ফুট, গায়ের রং শ্যামলা ও মুখমণ্ডল লম্বা। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল গোলাপী রংয়ের ট্রাউজার ও কালো রংয়ের ফুল হাতা গেঞ্জি।
এই দুইজনের সন্ধান কেউ জানলে থানায় (ওসি তেজগাঁও শিল্পাঞ্চল-০১৭১৩-৩৭৩১৮১) অথবা ডিএমপি মিডিয়া (০১৭১৩-৩৯৮৭৫৭) যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
এআর/জেএইচ/আরআইপি