বরিশালের মুলাদী ও মেহেন্দিগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ও বিকেলে পৃথক উপজেলায় এ ঘটনা ঘটে।
বিকেলে মুলাদী উপজেলার সদর ইউনিয়নের বড়পাতারচর গ্রামের হেলাল সরদারের এক বছরের কন্যা সুমাইয়া খালে পড়ে মারা যায়।
হেলাল সরদার জানান, বুধবার বিকেলে সবার অজান্তে সুমাইয়া ঘরের বাইরে যায় এবং খালে পড়ে যায়। খোঁজাখুঁজি শুরু হলে খাল থেকে তাকে উদ্ধার করে বিকেল ৫টার দিকে মুলাদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার পশ্চিম রতনপুর গ্রামের রশিদ খানের কন্যা কুলসুম (৩) বাড়ির সামনের পুকুরে পড়ে মারা যায়।
রশিদ খান জানান, বুধবার দুপুর কুলসুম খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে বেলা আড়াইটার দিকে মুলাদী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাইফ আমীন/এএম/এমএস