প্রবাস

জাতীয় শোক দিবস উদযাপনে মালয়েশিয়া আ. লীগের প্রস্তুতি সভা

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠন। ২২ জুলাই সন্ধ্যায় বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুকে স্মরণ এবং তার আদর্শকে বুকে ধারণ করে দেশের জন্য কাজ করার অঙ্গীকার করেন সভায় উপস্থিত নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, দেশে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে জনগণের রায় নিয়ে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার জন্য মালয়েশিয়া শাখা আওয়ামী লীগের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

মালয়েশিয়া আওয়ামী লীগ সভাপতি মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হক জোসেফের উপস্থাপনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল,সহ-সভাপতি আব্দুল করিম, কাইয়ূম সরকার, দাতু আক্তার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, মামা সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ইমদাদুল হক সবুজ মামা, স্থানীয় যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আবু হানিফ, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন সেলিম, সহ-সভাপতি এম এ হান্নান ও কবি জাহাঙ্গীর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম মিতুল, যুগ্ম সাধারন সম্পাদক মো. সাইদ সরকার, সাংগঠনিক সম্পাদক সোহাগ সরকার, শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সহ-সভাপতি শাহ আলম হাওলাদার, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল বেপারি ও ফরিদ উদ্দিন প্রমুখ।

প্রস্তুতি সভায় মালয়েশিয়া আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে মো. মনির দেওয়ানকে ফুল দিয়ে যুবলীগে বরণ করা হয়।

সভায় জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ১৫ আগষ্ট কুয়ালালামপুরের হোটেল রিজেন্সির বল রুমে মিলাদ ও আলোচনা সভা করার সিদ্ধান্ত নেয়া হয়।

এমএমজেড/জেআইএম