রংপুরের মিঠাপুকুর উপজেলায় ট্রাকচাপায় ফাহিম ও রিতা নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার ভবানীপুর এলাকার আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহিম রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট ও রিতা রংপুর সরকারি বেগম রোকেয়া মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন। তারা একে-অপরের দূর-সম্পর্কের চাচাতো-জেঠাতো ভাই-বোন এবং প্রেমিক যুগল।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে ফাহিম ও রিতা মোটরসাইকেলযোগে ফুলবাড়ি থেকে রংপুরে যাচ্ছিল। মিঠাপুকুর উপজেলার ভবানীপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়।
বিষয়টি নিশ্চিত করে মিঠাপুকুর থানা পুলিশের উপ-পরিদর্শক মাহাবুবুল আলম বলেন, নিহত ফাহিম রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আলীমের ছেলে এবং রিতা একই এলাকার ফাহিমের প্রতিবেশী শহিদুল ইসলামের মেয়ে। তারা দূর-সম্পর্কের চাচাতো-জেঠাতো ভাই-বোন এবং প্রেমিক যুগল। ফুলবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা। নিহত দুইজনের মরদেহ মিঠাপুকুর থানায় নিয়ে আসা হয়েছে।
জিতু কবীর/এএম/এমএস