রাশিয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। দেশের ক্রাসনয়ারস্ক অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়েছে। খবর বিবিসি।
রাশিয়ার জরুরি মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে ইগারকা শহর থেকে ১৮০ কিলোমিটার দূরে এমআই-৮ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
তবে ওই দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেনি মন্ত্রণালয়। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে রাশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, হেলিকপ্টারটিতে থাকা তিন ক্রু সদস্য এবং ১৫ যাত্রীর সবাই মারা গেছেন।দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
টিটিএন/পিআর