গাজীপুরে চলাচলরত যানবাহনের চালকদের লাইসেন্স ও গাড়ির কাগজপত্র নিরীক্ষা করতে শনিবারও রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর চান্দনা চৌরাস্তা, কোনাবাড়ী, জয়দেবপুর শিববাড়ি, টঙ্গী, বোর্ড বাজারসহ বিভিন্ন স্থানে সড়কে নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ ও যানবাহনের কাগজপত্র নিরীক্ষা করে শিক্ষার্থীরা।
এদিকে, শনিবার গাজীপুর থেকে দূরপাল্লার এবং আন্তজেলার কোনো বাস চলাচল করতে দেখা যায়নি। এতে গাজীপুরের সড়ক-মহাসড়কে গাড়ির সংকট দেখা দিলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। প্রাইভেট গাড়ি নিয়ে যারা রাস্তায় বেরিয়েছেন তাদেরও সড়কের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষার মধ্যে পড়তে হয়েছে।
সকাল ১০টার দিকে গাজীপুর চান্দনা চৌরাস্তায় স্থানীয় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়ে মহাসড়কে বিক্ষোভ করে। এ সময় তারা মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহন আটকে চালকের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র দেখতে চায়।
একই সময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা শহরের শিববাড়ি মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন ও বিক্ষোভ করে। তারা দুই শিক্ষার্থী নিহতের ঘটনার তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করে ৯ দফা মেনে নেয়ার আহ্বান জানায়। শিক্ষার্থীরা বিকেল ৪টার দিকে অবরোধ কর্মসূচি শেষ করে বাড়ি ফিরে যায়।
গাজীপুর ট্রাফিক পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালেহ উদ্দিন আহমেদ বলেন, শিক্ষার্থীরা যানবহনের ফিটনেস এবং চালকেদের ড্রাইভিং লাইসেন্স যাচাই করছে। এতে মহাসড়কে যানজট ও সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হয়েছে।
গাজীপুর সড়ক পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সুলতান আহামেদ সরকার বলেন, পরিবহনের চালক ও শ্রমিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। ছাত্ররা ক্লাসে ফিরে গেলে এবং চালকদের নিরাপত্তা নিশ্চিত হলে গাড়ি নিয়ে তারা রাস্তায় নামবেন। পরিবহন শ্রমিকরা তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে গাড়ি চালানো থেকে বিরত রয়েছেন।
মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম