ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে আবদুর রহিম (৩০) ও অনিকুল ইসলাম (২০) নামে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার দুপুর ১টার দিকে উপজেলা সদরের মাছ বাজারের পেছনে এ ঘটনা ঘটে। নিহতরা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে উপজেলা সদরের মাছ বাজারের পেছনে একটি নির্মাণাধীন পাঁচ তলা ভবনের তিন তলায় মাচায় বসে প্লাস্টারের কাজ করছিলেন রহিম ও অনিকুল। এ সময় মাচা ভেঙে তারা নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক অনিকুলকে মৃত ঘোষণা করেন এবং রহিমকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজিজুল সঞ্চয়/এমএএস/আরআইপি