রাজবাড়ীর সদর উপজেলার ইউনিয়ন পর্যায়সহ দেশের দুর্যোগ ও গুরুত্বপূর্ণ সময়ে শৃঙ্খলার দায়িত্বে থাকা রাজবাড়ীর সদর উপজেলার গ্রাম পুলিশরা ১৭ মাসের থানায় হাজিরার জন্য যাতায়াত ও দৈনিক ভাতা পাচ্ছে না।
সোমবার দুপুরে হাজিরার জন্য যাতায়াত ও দৈনিক ভাতার দাবিতে উপজেলার ১৪টি ইউনিয়নের গ্রাম পুলিশরা জেলা প্রশাসকের কার্যালয়ের উপস্থিত হয়ে জেলা প্রশাসক মো. শওকত আলীকে বিষয়টি অবহিত করেন।
গ্রাম পুলিশরা জানান, গত বছরের মার্চ থেকে তারা স্থাবর সম্পত্তি হস্তান্তর করের ১ ভাগ হিসেবে প্রাপ্ত রাজস্ব হতে থানায় সপ্তাহে একদিন হাজিরার জন্য যাতায়াত ও দৈনিক ভাতা হিসেবে ৩০০ টাকা নির্ধারন করা হয়। কিন্তু গত বছর থেকে এখন পর্যন্ত তারা ১৭ মাসের যাতায়াত ভাতার টাকা পায়নি।
এসময় ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী কয়েক জন জানান, জেলার অন্যান্য উপজেলার গ্রাম পুলিশরা এ যাতায়াত ভাতা ঠিকই পেয়েছে শুধু সদরের তারা পাচ্ছেন না। এই দাবিতে বিভিন্ন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গেলে তিনি বলেন, কোষাগারে যাতায়াত ভাতা দেবার মত কোনো টাকা নাই এখন।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. শওকত আলী বলেন, যেহেতু যাতায়াত ভাতার বিষয়ে সরকার থেকে বলা হয়েছে, সেটা আপনারা পাবেন। তবে পর্যায়ক্রমে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন পর্যায়ক্রমে গ্রাম পুলিশদের থানায় হাজিরার জন্য যাতায়াত ও দৈনিক ভাতা পরিষদ করার এবং তাদের বেতন বকেয়া রাখা যাবে না জানিয়ে দেন।
এতে উপস্থিত ছিলেন- চাকরি জাতীয়করণ গ্রাম পুলিশ রিট বাস্তবায়নকারী কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জেলা কমটির সভাপতি মো. উজ্জল খান, জেলা গ্রাম পুলিশ কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সদর উপজেলা গ্রাম পুলিশের সভাপতি আলী হোসেন।
রুবেলুর রহমান/আরএ/পিআর