লাইফস্টাইল

ইলিশ মাছের ভর্তা

মাছ তো কতভাবেই খাওয়া হয়, কখনো কি ভর্তা করে খেয়েছেন? বিভিন্নরকম মাছ দিয়েই ভর্তা করা যায়। সেই তালিকায় রয়েছে ইলিশ মাছও। রইলো ইলিশ মাছের ভর্তা তৈরির রেসিপি-

আরও পড়ুন: রঙিন স্যান্ডউইচ তৈরি করবেন যেভাবে

উপকরণ: ইলিশ মাছের টুকরো ৩-৪টি, পেঁয়াজ কুচি আধা কাপ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ১ চা চামচ, শুকনো মরিচ ১টি, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, সরিষা তেল ভাজার জন্য।

আরও পড়ুন: বৃষ্টিভেজা বিকেলে গরম গরম ডালপুরি

প্রণালি: মাছের টুকরো ভালো করে ধুয়ে এতে মসলা ও লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। কড়াইয়ে তেল গরম করে মাছগুলো ভালো করে ভেজে নিন। পেঁয়াজ, ধনেপাতা ও কাঁচা মরিচ কুচি মচমচে করে ভেজে নিন। মাছ ঠান্ডা হলে কাঁটা বেছে নিন। এখন মাছের সঙ্গে ভাজা উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে তৈরি করুন মজাদার ভর্তা।

এইচএন/পিআর