দেশজুড়ে

২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবি

২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মঙ্গলবার বেলা ১১টার দিকে আলফাডাঙ্গা পৌর কৃষক লীগের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে ওই সমাবেশে হামলাকারী ও পরিকল্পনাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

পৌর কৃষক লীগের আহ্বায়ক মো. আওয়াল ফকিরের সভাপতিত্বে এ কর্মসূচিতে বক্তব্য রাখেন- জেলা পরিষদের সদস্য ও জেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক শেখ শহিদুল ইসলাম, আলফাডাঙ্গা আওয়ামী মীগের সভাপতি আবু হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক নূরুল বাশার মিয়া, বোয়ালমারী কৃষকলীগ নেতা মনিরুজ্জামান লিটন মৃধা, অ্যাডভোকেট জামাল হোসেন মুন্না ও ইউপি চেয়ারম্যান ইনামুল হাসান প্রমুখ।

এএম/এমএস