বেসরকারি হাজি চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা ৬৮ বছরের বৃদ্ধা জোহরা আহমেদ। বৃহস্পতিবার রাত ১১টায় মক্কার বাংলাদেশ হজ মেডিকেল সেন্টারে ডাক্তার দেখাতে লাইন ধরে অপেক্ষা করছিলেন। একজন রোগী ডাক্তার দেখিয়ে বের হওয়ার পর অপেক্ষমাণ রোগীদের প্রত্যেকে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে সামনের চেয়ারে গিয়ে বসছিলেন। চেয়ার বদলে বসার সময় হাঁটুতে ধরে ব্যথায় কুঁকড়ে উঠছিলেন তিনি।
এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে জোহরা আহমেদ বলেন, গত তিন-চারদিন ধরে আরাফাত, মুজদালিফা ও মিনায় মাইলের পর মাইল হেঁটে হাঁটুসহ সারাশরীরে ব্যথায় অস্থির লাগছে। তাই ডাক্তার দেখাতে এসেছি।
জোহরা আহমেদ একা নন, তার সমবয়সী অনেকেই শরীর ব্যথা, ঠান্ডা জ্বর, প্রেসার, ডায়াবেটিসসহ বিভিন্ন সমস্যা নিয়ে ডাক্তার দেখাতে এসেছেন।
সরেজমিন মেডিকেল সেন্টার ঘুরে দেখা গেছে, সন্ধ্যর পর থেকেই সেন্টারে রোগীদের ভিড়। এদের প্রায় সকলেই পঞ্চাশোর্ধ বৃদ্ধ।
রোগীদের সঙ্গে আলাপকালে জানা গেছে, তারা সকলেই মিনা থেকে ৫/৬ মাইল পায়ে হেঁটে মক্কায় ফিরেছেন।
স্বাভাবিক সময়ের চেয়ে বাস ও প্রাইভেট কারের ভাড়া কয়েকগুন বেশি হওয়ায় বৃদ্ধরা প্রচণ্ড গরমে পানিশূন্যতায় অসুস্থ হয়ে পড়েছেন। তাছাড়া গরমে তৃষ্ণা মেটাতে ঠান্ডা পানি খেয়ে জ্বর ও ঠান্ডা-কাশিতে আক্রান্ত হয়েছেন অনেকে।
কর্তব্যরত একজন চিকিৎসক জানান, বৃদ্ধ বয়সে দীর্ঘপথ পায়ে হেটে আসার কারণে শরীর ম্যাজ ম্যাজ, জ্বর জ্বর ভাব, কারও কারও পানিশূন্যতা দেখা দেয়।
এমইউ/এমবিআর/এমএস